Breaking News

10/recent/ticker-posts

Ad Code


কিভাবে বিজনেস পার্টনার চয়েজ করবেন?

বিজনেস পার্টনার নিয়ে বলতে গেলে প্রথমেই বলতে হয় একা একা কোন বিজনেস দাঁড়া করানোটা খুব একটা বুদ্ধিমানের কাজ না। এর চেয়ে বরং কারো সাথে পার্টনারশিপে কোন বিজনেস শুরু করাটা অনেক বাস্তবসম্মত আইডিয়া।
একটু খেয়াল করলেই দেখবেন প্রতিদিন লাখ লাখ উদ্যোক্তা কিভাবে হন্যে হয়ে বিজনেস পার্টনার খুঁজতেছে। আপনি খুঁজছেন একজন বিশ্বস্ত পার্টনার? কিভাবে খুঁজবেন? আর কোথায়ই বা খুঁজবেন? আমরা আপনার জন্য নিয়ে এসেছি কিছু টিপস।

একজন বিজনেস পার্টনারের কি কি গুণ থাকা দরকার?
যে কোন বিজনেস শুরুর সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং কঠিন ধাপটাই হচ্ছে একজন আইডীয়াল বিজনেস পার্টনার খুজে বের করা। কিন্তু কেন? আপনি নিশ্চয়ই সবার বাড়ি বাড়ি গিয়ে বলবেন না – “আমার একজন বিজনেস পার্টনার দরকার। কেও কি আমার পার্টনার হবেন?” আসলে ব্যাপারটা এতোটা সোজা না। বিজনেস পার্টনারশিপের শুরুতেই সবাইকে এই বিষয়ে একমত হবে যে এই বিজনেস প্রোজেক্টটা একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ, এক-দুই দিনের ব্যাপার না। তাহলে বুঝতেই পারছেন কেন বিজনেস পার্টনার চুজ করাটা একটা কঠিন কাজ? মূল ব্যাপারটা হচ্ছে কমিট্মেন্টের অভাব।
বলা হয়ে থাকে যে কোন বস্তু বা অবস্থাই পরিবর্তনশীল – এই আজ আছে তো কাল নেই। ঠিক এমনটাই আপনার বিজনেসের সাথে ঘটবে যদি আপনি ভালো কোন পার্টনার চুজ করতে না পারেন।
কোথায় পাবো এমন আইডীয়াল বিজনেস পার্টনার?
আপনি হয়তো ভাবছেন, এখন তো ডিজিটাল যুগ, তাহলে বিজনেস পার্টনারও অনলাইন থেকেই খুঁজে নেই। ভুল! হয়তো আপনি ভালো একজন বিজনেস পার্টনার পেয়ে যেতেও পারেন, কিন্তু একই সাথে আপনি এমন কোন মানুষের পাল্লায় পড়তে পারেন যার কারনে আপনার পুরো প্রজেক্টটাই ভেস্তে চলে যাবে। আপনি আপনার আশেপাশের মানুষদেরই জিজ্ঞেস করে দেখুন, তাহলেই একটা খসড়া আইডীয়া পেয়ে যাবেন।
তাহলে আমি এখন কি করবো? আমরা বলবো অন্তত এই বিষয়টাতেই অফলাইনেই থাকুন। বাড়ির পাশের কফি শপ বা নিদেনপক্ষে আপনার অফিসেই খোঁজ করুন – হয়তো পেয়ে যাবেন আপনার কাঙ্ক্ষিত সেই বিজনেস পার্টনারকে। শুরু এটুকু বলবো, সম্ভব হলে এমন মানুষকে চুজ করুন যাকে আপনি চেনেন, যার সাথে আপনার কাজের অভিজ্ঞতা আছে, এবং যার স্কিল আপনার পরিপূরক। হয়তো প্রথম দিনই আপনি পার্ফেক্ট বিজনেস পার্টনারকে খুঁজে পাবেন না। কিন্তু যত বেশি মানুষের সাথে কথা বলবেন, আপনার আইডীয়া তাদের সাথে শেয়ার করবেন, আপনার সম্ভাবনা তত বেশি বেড়ে যাবে।
পার্টনারশিপ কিভাবে শুরু করবেন?
 তো বিজনেস পার্টনার বলতে আসলে কি বোঝায়? সম্পর্কটা আসলে অনেকটা ২ জন প্রেমিক প্রেমিকার মধ্যেকার সম্পর্কের মত। এক্ষেত্রে পার্থক্য এই যে, আপনাদের মাঝে কোন ভালোবাসা থাকবে না। যে কোন বিজনেস শুরু প্রথম দিনই পার্টনারের সাথে বোঝাপড়ার বিষয়টা সেরে ফেলুন, নাহলে যত দিন যাবে বিজনেস করাটা ততটাই কঠিন হয়ে যাবে। শুধু এ ব্যাপারটা মাথায় রাখুন – আপনার জন্য যা ভালো, আপনার পার্টনারের জন্যও তাই ভালো। যদি এমন হতো পার্টনারশিপে লাভ শুধুই একজনেরই হবে, তাহলে এমন পার্টনারশিপ করারই বা দরকারটা কি!
আরেকটা ব্যাপার – যে কোন পার্টনারশিপ শুরুর আগে মাথায় রাখতে হবে যে পার্টনারদের মধ্যে সঠিক বোঝাপড়া না থাকলে ওয়ি প্রজেক্ট নিয়ে না আগানোই ভালো। তাই আপনাদের মাঝে কেমিস্ট্রি কেমন তা আগে যাচাই করুন। এটা কিন্তু হাইস্কুলের কেমিস্ট্রির মত না! এখানে কেমিস্ট্রী বলতে বোঝানো হয়েছে ২ জন পার্টনারের মাঝে বোঝাপড়া কেমন। আপনি কি তার সাথে কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করছেন? আপনার পার্টনারের এই বিজনেস থেকে কি চাচ্ছেন? বোঝার চেষ্টা করুন। যত বেশি বুঝতে পারবেন আপনাদের মাঝের বন্ডিং তত স্ট্রং হবে।
যাই হোক, এই ছিলো আপনার জন্য আমাদের পরামর্শ। তো আপনি কি ভাবছেন এখন? আপনি কি আপনার বিজনেস পার্টনারকে খুঁজে পেয়েছেন? নাকি একাই আপনার স্বপ্নের প্রজেক্টের কাজ চালিয়ে যাচ্ছেন?

সাদিয়া আফরিন মৌ
এডমিন
ডিজিটাল ল' & কনসালট্যান্টসি ফার্ম

Post a Comment

0 Comments